নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে দু-একদিনের মধ্যে জানানো হবে।’
তিনি বলেন, ‘গাজীপুরের মেয়রের বিষয়ে আইনি পর্যালোচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা, এ নিয়ে দু-একদিনের মধ্যে জানানো হবে।’
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানিয়েছেন।
তাজুল ইসলাম বলেন, ‘আইনটা (সিটি করপোরেশন আইন) দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনটি দেখা হচ্ছে। আইনটি পর্যালোচনা হোক তারপর বলব। আইনগতভাবে তার অবস্থানটা কী হবে সেটা পর্যালোচনা করা হচ্ছে।’
জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কি না জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘আইনটি পর্যালোচনা করে সেটা বোঝা যাবে।’
আরও পড়ুন
আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল
১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্রের’ দাবি
বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু