গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় অর্ধ শতাধিক টিনশেডের কলোনি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।
বুধবার দিবাগত রাত (১৬ মে) ৩টার সময় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা জানান, ভোগড়া বাইপাস এলাকার স্থানীয় রফি মাতবরসহ কয়েক জনের জমি ভাড়া করে তৈরি করা মার্কেট ও টিনশেডের ঘরে আগুন লাগে।
খবর পেয়ে ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেড়ে গেলে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ হয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে মার্কেটের কয়েকটি দোকানের মালামাল ও অর্ধ শতাধিক টিনশেড ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান এই কর্মকর্তা।
অগ্নিকাণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে হওয়ায় প্রায় ২ ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
—–ইউএনবি
আরও পড়ুন
কুলাউড়ায় কোটি টাকা মূল্যের জাল টাকা, নকল পিস্তলসহ গ্রেপ্তার -১
সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, দল থেকে বহিষ্কার
সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা