গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনার ঘটে। এতে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় একটি কলোনির ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন কলোনির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে যায়।
—ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব