গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনার ঘটে। এতে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় একটি কলোনির ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন কলোনির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে যায়।
—ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার