গাজীপুরের শরীফপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানার গুদাম ও বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটানা ঘটেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি কক্ষের মালামাল ও গুদামে থাকা ঝুট- কেমিক্যাল।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পরিত্যক্ত ঝুট মালামাল, কেমিক্যাল ও বাসা বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৩টার দিকে নগরের বাসন থানার শরীফপুর এলাকার একটি বাসায় আগুন লাগে। মূহুর্তে আগুন আশেপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন পাশের ইউনিম্যাক্স টেক্সটাইল লিমিটেড কারখানার গুদামে বিস্তৃত হয়। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ১৫ টি কক্ষের মালামাল, আসবাবপত্র ও কারখানার গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট মালামাল, কাপড় ও কেমিক্যাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার