গাজীপুরের কাপাসিয়ায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার চাঁদপুর বাজার সড়কে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা প্রাণ গ্রুপের কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান আগুন স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে আনা হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার