January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 15th, 2024, 1:36 pm

গাজীপুরে কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কায় নিহত ৫, আহত ২

গাজীপুরে কাভার্ডভ্যানে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ দুজন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫), গাজীপুরের নোয়াগাও এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯), নর‌সিংদীর শিবপুর থানার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫), তার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও নাতি মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৪)।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকার প্রাণ আরএফএল কোম্পানির কাছে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশু আমান উল্লাহ ও অটোরিকশা চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অটোরিকশা চালককে ঢাকায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

—–ইউএনবি