December 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 2nd, 2025, 7:12 pm

গাজীপুরে কারখানার পানি পানে ৩০০ শ্রমিক অসুস্থ, জরুরি ছুটি ঘোষণা

 

গাজীপুরের কালিয়াকৈরের মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানায় পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় একদিনের ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে শ্রমিকরা পানি পান করার পর থেকে তাদের বমি, ডায়রিয়া ও মাথাব্যথার উপসর্গ দেখা দিতে থাকে। অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম জানান, হাসপাতালে আসা শ্রমিকরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

অসুস্থ শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার বলেন, সোমবার সন্ধ্যায়ই অনেকেই অসুস্থ হতে শুরু করে। এরপরও ছুটি ঘোষণা না করায় মঙ্গলবার কারখানায় প্রবেশের পর আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

তানহা হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রহিমা আক্তার জানান, কারখানার পানি পান করার পরই তার পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়।

মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, শ্রমিকদের অসুস্থতা প্রকাশ পাওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অসুস্থ সকল শ্রমিকের চিকিৎসার ব্যয় কারখানা থেকেই বহন করা হচ্ছে।

এনএনবাংলা/