গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বোমা বিস্ফোরণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাইনবোর্ডটি ধোঁয়ায় পুড়ে যায়। এরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে ৭–৮ জন যুবক হঠাৎ উপস্থিত হয়ে পরপর তিনটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত সটকে পড়ে। বিস্ফোরণের শব্দে নাইট গার্ড সিরাজ মিয়া আতঙ্কিত হয়ে পড়েন। তিনি জানান, রাত ২টার পরে হঠাৎ শব্দ শুনে ভয় পেয়ে বাইরে বের হইনি।
ঘটনার পরে শাখা ব্যবস্থাপক রেহেনা পারভীন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাদের নির্দেশে পুলিশকে খবর দেওয়া হয়।
গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও তেমন কোনো ক্ষতি হয়নি—শুধু সাইনবোর্ডটি ধোঁয়ায় নষ্ট হয়েছে।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়নি। আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন
ডেঙ্গুতে আজও ৫ জনের মৃত্যু হয়েছে
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৩৯