গাজীপুর শহরের মাজুখান এলাকায় ঝুট মালামালের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের দুটি বসত বাড়ি পুড়ে গেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে গুদামে আগুন লাগে এবং আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। চারটি ফায়ার ইউনিট আড়াই ঘণ্টা সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
যেসব কারণে প্রতিদিন ১টি কলা খাবেন