October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 13th, 2023, 12:59 pm

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

গাজীপুরের বনখড়িয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘দুর্ঘটনায় কবলিত ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধারে তৎপরতা চলছে।’

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোররাত ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ময়মনসিংহ থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স। রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

তিনি আরও বলেন, আমরা শুনেছি দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। ঘটনাটি নাশকতামূলক ঘটনা কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

—ইউএনবি