গাজীপুরে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৭টার পর দুর্ঘটনাটি ঘটে।
আধা ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত দুটি বগি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। তবে এ ঘটনায় লাইন বন্ধ থাকায় জামালপুর কমিউটার ও ঢাকাগামী বনলতা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন ও স্টেশনের মাস্টার হানিফ আলী বলেন, তুরাগ কমিউটার ট্রেনটি আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় ঢাকার উদ্দেশে জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে নগরের ধীরাশ্রম রেল স্টেশন ছেড়ে আউটার সিগনালে পৌঁছালে এর দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও বলেন, এতে ঢাকা-জয়দেবপুর রুটের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকে। ডাবল লাইন থাকায় অপর পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।
সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত- প্রিন্স
রংপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৭৩টি বাইসাইকেল বিতরণ
রংপুরে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান