গাজীপুরে বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দফার ২য় দিনে পৃথক স্থানে দু’টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
রবিবার (৫ নভেম্বর) রাতে গাজীপুর জেলা শহরের বিলাসপুর বটতলা এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা নিরাপদ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক রকিবুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
অন্যদিকে, ভোরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
বাসটি সফিপুর এলাকায় পৌঁছালে ধীরগতিতে চলন্ত ওই গাড়িতে কয়েকজন যুবক দৌড়ে উঠে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন