January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 16th, 2023, 7:13 pm

গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার হ্যামস নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের কান্দু মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৮) ও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকা গ্রামের রজনী চন্দ্রের ছেলে শ্রী মুকুল চন্দ্র।

এলাকাবাসী জানায়, নিহত আরিফুল কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক এবং মুকুল চন্দ্র নির্মাণাধীন ছাদের রড বাধাইয়ের কাজ করছিলেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন নির্মাণ শ্রমিক মো. মামুন মিয়া (২৮)। তিনি কুড়িগ্রাম জেলার কাচাকাটা উপজেলার বকুলতলা গ্রামের কাছু মিয়ার ছেলে। তাৎক্ষণিকভাবে অন্য আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

ওই কারখানার নির্মাণ শ্রমিক সজিব আহমেদ জানান, নির্মাণাধীন ভবনের এক তলার ছাদ ধসে পড়ে কয়েকজন শ্রমিক চাপা পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, এখন পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ছাদের নিচে তল্লাশি কাজ চলছে।

—-ইউএনবি