গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ঝুট মালামালের ব্যবসায়ী মঞ্জুর হোসেন (৪১) ও হাসান (৪০)। তারা কোনাবাড়ী এলাকায় ঝুটের ব্যবসা করতেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার পর কোনাবাড়ীর দিক থেকে গাজীপুরের চৌরাস্তার দিকে ৩ যুবক একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, মোটরসাইকেলটি কড্ডা বাইমাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর হোসেন ও হাসান মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন