December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 17th, 2022, 12:57 pm

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নগরের নাওজোর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং সন্ধ্যায় টেকনগপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার জাকির হোসেন (২৪) ও একই জেলার গৌরীপুর থানার অচিন্তপুর এলাকার আবু তায়েব মুন (২৩)। বাকিদের পরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৩২ বছর এবং আরেকজনের ৩৫ বছর বলে পুলিশের ধারণা।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই যুবক ঘটনাস্থলেই মারা যায়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া জানান, গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলে জাকির হোসেন ও আবু তায়েব মুন ময়মনসিংহে গ্রামের বাড়ি যাচ্ছিল। টেকনগপাড়া এলাকায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষে মোটরসাইকেলসহ পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

—ইউএনবি