January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 2nd, 2021, 8:19 pm

গাজীপুরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, ঢাবির সাবেক শিক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক :

গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় আবদুর রহিম খাঁন (৭২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ওই প্রাইভেটকারের যাত্রী ও নিহতের স্ত্রী যুগ্ম সচিব (ওএসডি) দিলজুয়ারা খানম (৫৬) এবং ওই গাড়ির চালক সোলেমান (৩২) গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী। দুর্ঘটনায় নিহত অধ্যাপক আবদুর রহিম খাঁন ও আহত যুগ্ম সচিব দিলজুয়ারা খানম রাজধানীর মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে থাকেন। অন্যদিকে আহত গাড়িচালক সোলেমান বরিশালের উজিরপুর থানার হাবিবপুর গ্রামের এনছের আলী সরদারের ছেলে। এসআই ইমায়েদুল জাহেদী বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান রেলওয়ে পুলিশের ওই এসআই। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে নলছাটা এলাকায় অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যুগ্ম সচিবের প্রাইভেটকারে ধাক্কা দেন। এতে প্রাইভেটকারটি উড়ে গিয়ে পাশের একটি খাদে পড়ে। পরে স্থানীয়রা প্রাইভেটকারে থাকা যুগ্ম সচিব, তার স্বামী ও প্রাইভেটকারের চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুগ্ম সচিবের স্বামীকে মৃত অবস্থায় এবং যুগ্ম সচিব দিলজুয়ারা খানম ও তাদের গাড়ি চালককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা যুগ্ম সচিব দিলজুয়ারা খানমকে ২০১৭ সালের ১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়।