গাজীপুরের কালিয়াকৈরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে দু’জন নিহত হয়েছেন।
রবিবার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৪৫), লক্ষ্মীপুর সদর উপজেলার রূপাইচড়া এলাকার কল্যাণপুর গ্রামের আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহিম (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এ সময় গাড়িতে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকার মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন