August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 5:37 pm

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

মোস্তফা কামাল নান্নু,  টাঙ্গাইল

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতাকৃতদের বিচারের দাবিতে টাংগাইলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে টাংগাইল সাংবাদিক ইউনিয়ন।

শনিবার দুপুরে শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন অংশ নেয়।

‎ টাংগাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাপ্তাহিক পুর্বাকাশ সম্পাদক ও ইত্তেফাকের টাংগাইল প্রতিনিধি এড. খান মোহাম্মদ খালেদ, টাংগাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, সাবেক ছাত্রদল নেতা লন্ডন প্রবাসী মনোয়ার মোহাম্মদ, মির্জাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক রতন সিদ্দিকী, সাংবাদিক বোরহান হোসেন, মুক্তিযোদ্ধা কলম সৈনিক আবু মাসুম, সাংবাদিক আলমগীর হোসেন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে অনেক সাংবাদিক হত্যাসহ নানা ভাবে নির্যাতনের শিকার হয়েছেন কিন্ত কোন বিচার হয়নি। বর্তমান সরকারের সময়ে এভাবে সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায়না। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে গ্রেফতাকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।