গাজীপুর মহানগরের পুবাইলে আনোয়ান সিমেন্টের মালিকানাধীন একটি চলন্ত ট্রাকে রাতের আঁধারে আগুন দেওয়ার অভিযেগ পাওয়া গেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
রবিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় গাজীপুর মহানগরের পূবাইল থানার ভান্ডারিয়া বাজারের পাশ দিয়ে বাইপাস সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর পুবাইল থানার ভান্ডারিয়া বাজারের পাশে দিযে বাইপাস সড়ক ধরে একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল।
স্থানীয়রা আরও জানান, এ সময় ৮ থেকে ১০ জন দুষ্কৃতিকারীরা আনোয়ার সিমেন্ট কোম্পানির ট্রাকটি লক্ষ্য করে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।
মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
—ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও