গাজীপুরের গাছায় স্ত্রী ও ছেলেকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর তেজগাঁও নয়াটোলা আমবাগ এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মফিজের (৫৫) বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রামভদপুর গ্রামে।
গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় পারিবারিক কলহের জেরে রবিবার রাতে মফিজ তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়ে যায়। নিহতরা হলেন স্ত্রী রহিমা বেগম (৪০) ও ছেলে রোকন (১৬)।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় সোমবার দুপুরে নিহত রহিমা বেগমের বড় ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার পরে মফিজ পালিয়ে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে গোঁফ ও দাড়ি ছেটে ফেলেন। গাছা থানা পুলিশের একটি দল গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাকে তেজগাঁও নয়াটোলা এলাকার আক্তার হোসেনের রিকশা গ্যারেজ থেকে গ্রেপ্তার করে।
—ইউএনবি

আরও পড়ুন
খালেদা জিয়ার মৃত্যুতে সারিয়াকান্দিতে পৌর বিএনপির টানা ৭ দিন কোরআন খতম ও দোয়া মাহফিল
কালকিনিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরনে অনিয়মের অভিযোগ!
ভারতীয় মোবাইল ডিসপ্লে-সহ ফুলবাড়ীর এক যুবক লালমনিরহাটে আটক