গাজীপুরে ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল সদর থানাধীন হাড়িনাল কাঁচাবাজার সড়কের উপর চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- রবিউল হোসেন (২৪), স্বপন মিয়া (২০), ইয়াছিন মিয়া (১৯), মো. আকরাম হোসেন (১৯)।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, মঙ্গলবার বিকালে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে কুমিল্লা হতে একটি প্রাইভেটকার যোগে গাঁজা বহন করে গাজীপুরের উদ্দেশে আসছিল। এ সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল সদর থানাধীন হাড়িনাল কাঁচাবাজারে সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে ১০০ কেজি গাঁজা জব্দ ও তাদের আটক করা হয়।
এসময় তিনটি মোবাইল ও নগদ ছয় হাজার ১৯৫ টাকা জব্দ করা হয় বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫
আলোচিত মামলা থেকে খালাস, অব্যাহতি