কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে জনতার দল মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব আজম খানের পক্ষে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের নিকট হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জনতার দল উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান, উপজেলার সহ সভাপতি মিনহাজ আবেদিন বিশাল ও মোঃ শরিফ হোসেন, সদস্য সোলায়মান শেখ, পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির ও আলমগীর হোসেনসহ প্রমুখ।
এছাড়া জনতার দলের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
খালেদা জিয়ার মৃত্যুতে সারিয়াকান্দিতে পৌর বিএনপির টানা ৭ দিন কোরআন খতম ও দোয়া মাহফিল
কালকিনিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরনে অনিয়মের অভিযোগ!
ভারতীয় মোবাইল ডিসপ্লে-সহ ফুলবাড়ীর এক যুবক লালমনিরহাটে আটক