প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার পর দুই প্রথমসারি গণমাধ্যমের সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত আলোচনা শেষে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি আরও জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ২০ জনকে নিরাপত্তা হিসেবে গানম্যান দেওয়া হয়েছে।
এর আগে, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিজয়নগর এলাকায় দুপুরে ঘনিষ্ঠ দূরত্ব থেকে গুলি করা হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার তিনি মারা যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধারণা করছে, একইভাবে হামলার শিকার হতে পারেন এমন প্রায় ৫০ জনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হিটলিস্টে থাকা বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্যক্তিদের আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি। আমাদের ডিজিএফআই, এনএসআই ও এসবি-র কর্মকর্তারা নিজে বসে ঝুঁকিপূর্ণদের তালিকা তৈরি করেছেন। তাদের গানম্যান দেওয়া হয়েছে, যদিও অনেকেই চাইবেন না।”
উল্লেখ্য, হাদির মৃত্যুর খবর জানার কিছু সময় পরই গত ১৮ ডিসেম্বর রাতের দিকে সিঙ্গাপুর থেকে খবর আসার পর দেশের প্রথমসারি দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এরপর থেকে সম্পাদকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, যা বিবেচনা করে সরকার তাদের গানম্যানের ব্যবস্থা করেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
ইউনিলিভার বাংলাদেশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, পরবর্তী শুনানি ৭ জানুয়ারি
যুক্তরাজ্যে ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড হাতে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ