Wednesday, December 31st, 2025, 7:46 pm

গাবতলীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

৩১শে ডিসেম্বর-২৫ বুধবার বিকাল ৩ টায় বগুড়ার গাবতলী মহিষাবানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজা’য় অংশ নেন গাবতলী উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, জাতীয় পার্টির বগুড়া শাখার সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন, বিএনপির নেতা আবুল কালাম আজাদ, বাহালুল ইসলাম বাদল, বদিউজ্জামান, আলতাফ হোসেন, মোশারফ হোসেন শাহিন, জহুর হক টপি, ইউনিয়ন যুবদলের আহবায়ক ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান, যুবদল নেতা আকরাম হোসেন সেতু, শিক্ষক লিটন মিয়া, দেলোয়ার হোসেন, এসকে সাদিক, আনোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, আতাউর রহমান, হেলাল প্রাং, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান খোকন, শহিদুল ইসলাম, অন্তর রহমান, চাঁন মিয়া, উপজেলা জিসাস এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুজন, জাসাস এর নেতা হারুন রশিদ হারুন প্রমুখ।

গায়েবের জানাজা পরিচালনা করেন ইউনিয়ন ওলেমা দলের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন।

অপরদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ের আত্মার শান্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন, ‘ন্যাব’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র পাল, ইউনিয়ন জাসাস এর সাধারণ সম্পাদক নিরঞ্জন চন্দ্র পাল। এছাড়াও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন যুবদল নেতা মিলন সরকার, সাব্বির হাসান।