গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪২-বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর এলাকা) বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ২২শে ডিসেম্বর সোমবার গাবতলী ও শাজাহানপুর উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নিকট থেকে পৃথক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
সকালে দলীয় কার্যালয় ও উপজেলা চত্বরে দোয়া মোনাজাত শেষে প্রথমে গাবতলীতে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ কালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু। আরো উপস্থিত ছিলেন গাবতলী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আনিসুর রহমান সহ বিএনপির ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বগুড়া-৭ আসনে সংসদ সদস্য প্রার্থী বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফরম শাজাহানপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান এর নিকট থেকে সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকার বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় পৃথকভাবে গাবতলী ও শাহজাহানপুরে উপজেলা চত্বরে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, জুলফিকার হায়দার গামা, নজমুল হক, মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক মুঞ্জুর মোর্শেদ, ফিরাজ মন্ডল, সুরাইয়া জরিন রনি, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন, সাহাদাত হোসেন খাঁন সাগর, পৌর বিএনপির সাবেক আহবায়ক আবু হোসেন মোল্লা, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আতায়ার হোসেন, আফছার আলী মিজু, মাহবুব হাসান নিভা, মতিয়ার রহমান মতি, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, হারুনুর রশিদ হারুন ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির নেতা আসাদুজ্জামান অটল, বাদশা সরকার, শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, মোহাসেন আলী, রফিকুল ইসলাম, তমিজ উদ্দিন, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, বিএনপি নেতা এমরান হোসেন, মোহসিন আলী, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহ্বায়ক রহমত আলী, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, সাজেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, আরমান ইসলাম রিপন সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আরও পড়ুন
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানী জব্দ, আটক ১
হোসেনপুরে অধিকাংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক: ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম
রংপুরে মৌলিক প্রশিক্ষণ ৭ম ধাপে সমাপনী কর্মসংস্থান সৃষ্টির মহাদিগন্ত স্থাপন করেছে আনসার বাহিনী – উপ মহাপরিচালক