January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 22nd, 2023, 8:21 pm

গায়ক হানি সিংকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক :

ভারতের জনপ্রিয় র‌্যাপার হানি সিং হত্যার হুমকি পেয়েছেন। কানাডা ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রারার সদস্যরা মুঠোফোনে এই হুমকি দিয়েছেন। ইন্ডিয়া টিভির সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন এই গায়ক। সংবাদমাধ্যমটিকে হানি সিং বলেন- ‘আমাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। গোল্ডি ব্রারার দাবি করে মুঠোফোনে আমাকে এবং আমার কর্মীদের হত্যার হুমকি দেয়। আমি পুলিশ কমিশনার স্যারের কাছে নিরাপত্তা চাইছি এবং এ বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে আমি আতঙ্কিত।’ হুমকির বিষয়ে বিস্তারিত জানতে চাইলে হানি সিং বলেন, ‘এ বিষয়ে বেশি কথা বলা বারণ আছে। কারণ ঘটনাটির তদন্ত চলছে। আমাকে আন্তর্জাতিক একটা নাম্বার থেকে কল করা হয়েছিল। যারা কল করেছিলেন তাদের কয়েকজনের ভয়েস রেকর্ড করা আছে। আমার কাছে সব প্রমাণ আছে।

এবারই প্রথম আমার সঙ্গে এমনটা ঘটেছে। মানুষ সবসময় আমাকে ভালোবাসা দিয়েছে, জীবনে প্রথম আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমার পরিবারও আতঙ্কিত। মৃত্যুকে কে না ভয় পায়?’ বলিউডের শ্রোতাপ্রিয় গায়ক হানি সিং। একসময় সংগীত ক্যারিয়ারে দারুণ সময় পার করেছেন তিনি। কিন্তু মানসিক অবসাদ, মাদকাসক্তি এই সুরের ছন্দে পতন ঘটায়। বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হন হানি সিং। রুপালি জগতের চাকচিক্য থেকে তাকে রিহ্যাব সেন্টারে থাকতে হয়েছে। সবকিছু মিলিয়ে গত কয়েক বছর কঠিন সংগ্রাম করেছেন ‘লুঙ্গি ড্যান্স’খ্যাত এই শিল্পী। ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে হানির। গত বছর স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে জনপ্রিয় এই র‌্যাপারের। এরপর মডেল-অভিনেত্রী টিনা থাডানির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, এ সম্পর্কও ভেঙে গেছে হানির।