January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 9th, 2022, 8:00 pm

গালাতাসারাইয়ে যোগ দিলেন মাতা

অনলাইন ডেস্ক :

নতুন ঠিকানা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার হুয়ান মাতা। দুই বছরের চুক্তিতে এই স্প্যানিয়ার্ডকে দলে টেনেছে তুর্কি জায়ান্ট গালাতাসারাই। গত বৃহস্পতিবার বিষয়টি জানায় গালাতাসারাই। ২০২২-২৩ মৌসুমের জন্য ফি হিসেবে ১৯ লাখ ইউরো পাবেন চেলসিতে তিন বছর ও ম্যানচেস্টার ইউনাইটেডে আট বছর খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডার। ৩৪ বছর বয়সী মাতার সঙ্গে চুক্তির দ্বিতীয় বছরটি কার্যকর হবে দুই পক্ষের সমঝোতায়। ২০১৪ সালের জানুয়ারিতে চেলসি থেকে ইউনাইটেডে যোগ দেন মাতা। ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৫টি ম্যাচ খেলেছেন তিনি, দলটির হয়ে ৫১টি গোলের পাশাপাশি তার নামের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ৪৭টি। ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগসহ চারটি শিরোপা জিতেছেন মাতা। ২০২১-২২ মৌসুমে চুক্তির মেয়াদ শেষে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে বিদায় নেন স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা এই খেলোয়াড়। মিডফিল্ডের পাশাপাশি আক্রমণেও শক্তি বাড়িয়েছে গালাতাসারাই। চলতি মৌসুমের জন্য পিএসজি থেকে ধারে ক্লাবটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি।