January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 30th, 2021, 7:08 pm

গায়ক বেলাল খানের সঙ্গে ‘বেসামাল’ এ পূজা

অনলাইন ডেস্ক :

পাগল তোর জন্য রে, পাগল এ মন’- এই দিয়ে বাজিমাত করা গায়ক বেলাল খান এবার নিয়ে আসছেন নতুন গানের ভিডিও। গানের শিরোনাম ‘বেসামাল’। তবে গানটি বেলাল খানের একার কণ্ঠে নয়। সঙ্গী হয়েছেন বাধন সরকার পূজাও। মজার বিষয় হচ্ছে নাটক সিনেমাতে বেলাল ও পূজাকে একসঙ্গে নিয়মিত গাইতে দেখা গেলেও তিন বছর পর বছর মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে তাদের। মানে বেসামাল গানটির ভিডিওতেও পারফর্ম করেছেন তারা। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন বেলাল খান এবং সঙ্গীতায়োজন শোভন রয়। এছাড়াও গানটিতে চমৎকার কিছু র্যাপ রয়েছে র্যাপাস্তা দাদুর কন্ঠে। ভাংড়া রিদমিক ফিল্মি ধাঁচের এই গানের চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অনন্য মামুন। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হামজা ও আরিয়ানা। ঢাকার সাভারের বেশ কিছু মনোরম লোকেশনে ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। নতুন গান ও ভিডিও নিয়ে বেলাল খান বলেন, সামনে সনাতনী ধর্মালম্বীদের বড় উৎসব দূর্গা পূজা। তাই গানটাতে ফেস্টিভ একটা মুড রাখার চেষ্টা করেছি। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছে মামুন ভাই। আমার সর্বশেষ গান ‘পাখি’ যেমন ভক্ত-শ্রোতারা দারুণভাবে লুফে নিয়েছে আমার বিশ্বাস এই গানটি ও তেমনি শ্রোতাদের নিরাশ করবে না।’ এ প্রসঙ্গে পূজা বলেন এর বেলাল ভাইয়ের সাথে গানগুলো বরাবরই স্পেশাল হয় এবারের গানটিও তেমনি অনেকদিন পর আমরা গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও পর্যন্ত আনন্দ নিয়ে কাজ শেষ করেছি। আগামী সপ্তাহের প্রথম দিকেই বেলাল খানের ইউটিউব চ্যানেলে “বেসামাল” গানটি প্রকাশিত হবে।