January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 23rd, 2023, 8:15 pm

গিনেস বুকে রেকর্ড গড়লেন অক্ষয়

অনলাইন ডেস্ক :

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে বলিউড তারকা অক্ষয় কুমারের। মাত্র তিন মিনিটে সর্বাধিক সংখ্যক ‘সেলফি’ তুলে এই রেকর্ড গড়েছেন অভিনেতা। মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার, ইমরান হাশমি অভিনীত ছবি ‘সেলফি’। মুম্বাইয়ে সেই ছবির প্রচারের জন্যই এমন অভিনব পন্থা অবলম্বন করেছেন অভিনেতা। ভক্তদের জন্য ‘গ্র্যান্ড মিট’-এর আয়োজন করেছিলেন অক্ষয়। সেখানেই তুলেছেন একের পর এক সেলফি। তিন মিনিটে অভিনেতা তুলে ফেলেছেন ১৮৪টি সেলফি। তাতেই হয়ে গেল নতুন রেকর্ড। রেকর্ড গড়ার দিনেই মঞ্চে অভিনেতা ভক্তদের সঙ্গে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানেও নেচেছেন। ‘সেলফি’ ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে গানটি। এর আগে রেকর্ড ছিল তিন মিনিটে ১৬৮টি সেলফি তোলার। রেকর্ড গড়েছিলেন আমেরিকার জেমস স্মিথ। সূত্র: এনডিটিভি