অনলাইন ডেস্ক:
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। তার আগেই ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।
পাকিস্তানেরও একই দশা। নিউজিল্যান্ড এবং ভারতের কাছে টানা দুই হারে তাদেরও বিদায় হয়ে গেছে আগেই। শেষ ম্যাচটি তাই দুই দলের জন্য আনুষ্ঠানিকতা।
রাওয়ালপিন্ডিতে নিয়মরক্ষার এই লড়াইয়ে বৃষ্টি শঙ্কা আছে, জানা গিয়েছিল আগেই। সেটাই হচ্ছে। বৃষ্টি এখনও চলছে। ফলে সময়মতো টস করা যায়নি।
বিসিবির একটি সূত্র পাকিস্তান থেকে জানিয়েছে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে। ড্রেনেজ সিস্টেমও ওত ভালো না। তাই খেলা কখন শুরু হবে এখনও বলা যাচ্ছে না।
আরও পড়ুন
নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?
এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেক্সিমকো টেক্সটাইলস – কারখানা বন্ধ, সব শ্রমিক ছাঁটাই