January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 31st, 2021, 8:42 pm

গুইমারায় চোলাই মদরে কারখানায় সনো অভযিান, ৩ হাজার লটিার মদসহ আটক-১

নজিাম উদ্দনি লাভলু, রামগড় :
খাগড়াছড়রি গুইমারায় চোলাই মদরে কারখানায় অভযিান চালয়িে ৩ হাজার লটিার মদ এবং মদ তরৈরি বভিন্নি উপকরণ ও সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়কিে আটক করছেে সনোবাহনিী। মঙ্গলবার (৩১ আগষ্ট) উদ্ধারকৃত মদ ও অনান্য সামগ্রীসহ আটক মাদক ব্যবসায়ি চাইহ্লা অং মারমা(৪০)কে গুইমারা থানায় সোর্পদ করছেে নরিাপত্তাবাহনিী।
নরিাপত্তাবাহনিী সূত্রে জানাযায়,
গাঁজা ও মদ পাচাররে গোপন সংবাদরে ভত্তিতিে সোমবার রাতে ২৪ র্আটলিারী ব্রগিডে গুইমারা রজিয়িনরে সনেবাহনিীর একটি টহলদল উপজলোর হাজাপাড়ার জনকৈ সংগ্রাম দাশরে বাড়ীতে অভযিান চালায়। এ সময় ঐ বাড়তিে চোলাই মদ তরৈরি কারখানার সন্ধান পায় নরিাপত্তাবাহনিী। কারখানার ৪টি কক্ষ তল্লাসী করে ২’শটি বড় বড় সলিভাররে পাতলিে রাখা প্রায় ৩ হাজার লটিার তরৈি চোলাই মদ, পাচাররে উদ্দশ্যে প্রস্তুত ১ হাজার বোতল র্ভতি মদ, মদ তরৈীর বভিন্নি উপকরণ এবং নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। অভযিানরে টরে পয়েে মদ তরৈরি কারখানার মালকি সংগ্রাম দাশ এক বস্তা গাঁজা নয়িে পালয়িে গলেওে চাইহ্লা অং মারমা(৪০)নামে এক মাদক ব্যবসায়কিে আটক করা হয় কারখানা থকে।ে
জজ্ঞিাসাবাদ শষেে আটক মাদক ব্যবসায়ি চাইহ্লা অং মারমাকে জব্দকৃত চোলাই মদ, মদ তরৈীর সরঞ্জাম ইত্যাদসিহ মঙ্গলবার গুইমারা থানায় হন্তান্তর করা হয় । গুইমারা থানার ওসি মোঃ মজিানুর রহমান বষিয়টি নশ্চিতি করে জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা রুজু করে আসামীকে খাগড়াছড়ি বজ্ঞি আদালতরে মাধ্যমে জলেহাজতে প্ররেণ করা হয়ছে।ে
# #