জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাকায় কারী মো: ইব্রাহিম (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়পিলাকের শামসু নগর জামে মসজিদ সংলগ্ন রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কারী ইব্রাহিম শামসু নগর জামে মসজিদের ইমাম ছিলেন।
গুইমারা থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করেছেন।
গুইমারায় মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে