January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 8th, 2022, 8:14 pm

গুজরাটের বিধানসভার নির্বাচনে রেকর্ড জয়ের পথে বিজেপি

অনলাইন ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটের বিধানসভা নির্বাচনে তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রেকর্ড জয়ের পথে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) প্রাথমিক ভোট গণনায় বিজেপি রাজ্যটির ১৮২টির মধ্যে ৮০ শতাংশেরও বেশি আসনে এগিয়ে আছে, এতে দলটি বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। এর আগে গুজরাটের বিধানসভার সর্বশেষ নির্বাচনে ২০১৭ সালে ৯৯টি আসন পেয়েছিল কেন্দ্রে ক্ষমতাসীন দলটি, তাতে সংখ্যাগিরষ্ঠতা নিশ্চিত হলেও সেবার তাদের আসন সংখ্যা কমেছিল। কিন্তু এবার সে ক্ষতি পুষিয়ে নিচ্ছে তারা। ২০০২ সালে গুজরাটে সবচেয়ে ভালো ফল করেছিল বিজেপি, সেবার রাজ্যটির বিধানসভায় ১২৭টি আসন পেয়েছিল তারা; কিন্তু এবার সেই সাফল্যকেও ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে ভারতের গেরুয়া শিবির। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে এ জয় হিন্দু জাতীয়তাবাদী দলটিকে বিপুলভাবে উজ্জীবিত করবে বলে ধারণা বার্তা সংস্থা রয়টার্সের। ভারতের পশ্চিমাঞ্চলীয় শিল্পপ্রধান এ রাজ্যটি বিজেপির শক্ত ঘাঁটি। এখানে ১৯৯৫ সাল থেকে একটানা ক্ষমতায় আছে বিজেপি। ২০১৪-র জাতীয় নির্বাচনে কংগ্রেসকে পরাস্ত করে মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত প্রায় ১৩ বছর এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এবার গুজরাটে বিজেপি ১৪০টি আসনে জয় পাওয়াকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল, কিন্তু এ পর্যন্ত প্রকাশিত ফলাফলে তারা সে লক্ষ্য ছাপিয়ে যাবে বলে ধারণা পাওয়া যাচ্ছে। কারণ তারা ১৫৭টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ২০১৭-র নির্বাচনে ৭৭টি আসন পেয়েছিল। কিন্তু এবার দলটি মাত্র ১৬টি আসনে এগিয়ে আছে। দিল্লির পৌর নির্বাচনে বিজেপিকে হটিয়ে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি (এএপি) বড় জয় পেলেও গুজরাটে প্রত্যাশিত সাড়া পায়নি, শেষ খবর পর্যন্ত মাত্র ৫টি আসনে এগিয়ে আছে তারা। তবে ২০১৭ নির্বাচনের তুলনায় এ ফলকে ভালো বলতে হবে, কারণ সেবার রাজ্যটিতে কোনো আসনেই জিততে পারেনি তারা। গুজরাট নির্বাচন নিয়ে হওয়া মতামত জরিপগুলোতে বিজেপি সহজ জয় পেতে যাচ্ছে বলে আগেই ধারণা পাওয়া গিয়েছিল। এ ভোটকে জাতীয় নির্বাচনের আগে মোদীর জনপ্রিয়তা যাচাইয়ের একটি পরীক্ষা বলে বিবেচনা করা হচ্ছিল, তাতে তিনি সহজে পাস করবেন বলে বিশ্লেষকরা যে ধারণা প্রকাশ করেছিলেন তাই সত্যি হতে যাচ্ছে।