October 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 30th, 2025, 5:47 pm

গুমের ‘মাস্টারমাইন্ড’ আলেপের সহযোগী মশিউর গ্রেপ্তার

 

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের গুমের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনের সহযোগী সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডিতে কর্মরত অবস্থায় রাজধানী থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে। মশিউরের বিরুদ্ধে গুমের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, তাকে এ মামলায় আদালতে হাজির করা হবে।

র‌্যাব-১১ এ কর্মরত থাকাকালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কুখ্যাতি পান আলেপ উদ্দিন। গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনেও তিনি ব্যাপকভাবে সক্রিয় ছিলেন। তবে সরকার পরিবর্তনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এ কর্মরত অবস্থায় আলেপের এসব অবৈধ কর্মকাণ্ডে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন এডিশনাল এসপি মশিউর রহমান।

রাজসাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আলেপ উদ্দিনের কুকীর্তির বর্ণনা দেন। তিনি জানান, র‌্যাবের আলেপ উদ্দিন প্রথমে নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করতেন। পরবর্তীতে এডিশনাল ডিরেক্টর জেনারেল (অপারেশন)-এর প্রস্তাবে তাকে র‌্যাবের ইন্টেলিজেন্স শাখায় পদায়ন করা হয়। সেখানে বহু কর্মকর্তা থাকলেও গুমসহ বিভিন্ন অপেশাদার কর্মকাণ্ডে বিশেষ দক্ষতার কারণে আলেপকে ঊর্ধ্বতন কর্মকর্তারা পছন্দ করতেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশেষ কুখ্যাতি অর্জন করেছিলেন।

এনএনবাংলা/