Thursday, December 25th, 2025, 2:02 pm

গুলশানের বাড়িতে পৌঁছেছেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

ফাইল ফটো

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান আজ বৃহস্পতিবার গুলশানে তাঁদের বাসায় পৌঁছেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তারা দুপুর সোয়া ১টার দিকে ১৯৬ নম্বর গুলশানের বাড়িতে পৌঁছান।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। এরপর লাল-সবুজ রঙের সংবর্ধনা বাসে চড়ে তারেক রহমান সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হন।

অন্যদিকে ডা. জুবাইদা ও জাইমা রহমান বিমানবন্দর থেকে পুলিশের ও সিএসএফ-এর প্রটোকল অনুসরণ করে গুলশানের বাড়িতে দিকে রওনা হন।

এনএনবাংলা/