December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 16th, 2025, 10:35 pm

গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস

 

তারেক রহমানের জন্য গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসা প্রস্তুত করেছে বিএনপি। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে আরও একটি বাসা ভাড়া নেয়া হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানের ৯০ নং সড়কে ১০/সির নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

আগামী ২৫ ডিসেম্বর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে দলের নেতা-কর্মীরা সংবর্ধনা জানাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “সেদিন দেশের সর্বস্তরের নেতা-কর্মীরা সড়কে দুই পাশে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবে। আমরা সেই প্রস্তুতি সম্পন্ন করছি।”

তারেক রহমান যে বাসায় উঠবেন, সেটি ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর বেগম খালেদা জিয়ার বরাদ্দপ্রাপ্ত বাসা। কয়েক মাস আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন।

বাসার নিরাপত্তার জন্য সামনের দিকে নিরাপত্তা ছাউনি বসানো হয়েছে এবং সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গুলশান ও নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসনের চেম্বারের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে।

এনএনবাংলা/