রাজধানীর গুলিস্তানে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে রবিবার আরও একজন আহতের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।
নিহত মো. হাসান (৩২) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবু আহমেদ সিদ্দিকের ছেলে।
১২ শতাংশ দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন হাসান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকাল ৯টা ১১ মিনিটে তার মৃত্যু হয়।
গত ৭ মার্চ রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও শতাধিক আহত হন।
ভবনের নিচতলায় একটি স্যানিটারি সামগ্রীর দোকান, একটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস এবং সংলগ্ন একটি সাততলা ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো ভবন ধসে পড়েনি।
এ ঘটনায় দায়ের করা মামলায় ওই ভবনের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই