রাজধানীর গুলিস্তানের মুরগিপট্টিতে বাস উল্টে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে ফায়িার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মোহাম্মদ শাজাহান শিকদার জানান, সকাল পৌনে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান।
তিনি বলেন, ‘মৃতদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
—ইউএনবি
আরও পড়ুন
রুটিন জীবন কেন দরকার
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ