অনলাইন ডেস্ক :
রাজধানীর গুলিস্তান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ডিভাইডার ভেঙে পথচারীকে চাপা দেয় একটি বাস । এতে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন। নিহতের নাম শুক্কুর মাহমুদ (৪০)। এ দুর্ঘটনা ঘটে বলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে একজন মারা গেছেন।
বাসচালক মিজানকে মহাখালী বাস টার্মিনাল থেকে আটক করেছে র্যাব।

আরও পড়ুন
বিশ্বে প্রথমবার ১ ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন ব্রাজিলে
দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
২৩ বছর পর দেশে ফিরছেন অভি, বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন