ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার জানান, বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরিস্থিতি গুরুতর হওয়ায় আরও দুটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।
রোজিনা আকতার আরও বলেন, বাণিজ্যিক এই আট তলা ভবনের ছাদের ওপর থাকা গোডাউনে আগুন লাগে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রয়োজন হলে আরও ইউনিট পাঠানো হবে।
ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে পুরোপুরি আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভোটে কখনো হারেননি খালেদা জিয়া, সংসদীয় রাজনীতিতে অনন্য রেকর্ড
বেগম খালেদা জিয়া যেভাবে হয়ে ওঠেন ‘আপসহীন’
খালেদা জিয়ার স্মরণে গুলশান কার্যালয়ে শোকবই, রাষ্ট্রদূতদের স্বাক্ষর