অনলাইন ডেস্ক :
লুজান থেকে গুয়াংজু। এক বছরের ব্যবধানে আরেকটি সাফল্যের গল্প লেখার প্রত্যয় ছিল রোমানা সানা, দিয়া সিদ্দিকীদের। কিন্তু চাওয়া পূরণে নিজেদের মেলে ধরতে পারেননি কেউ। দক্ষিণ কোরিয়ার আর্চারি ওয়ার্ল্ড কাপ (স্টেজ-২) থেকে এবার বাংলাদেশ তাই পেল না কিছুই। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে শুক্রবার (২০ মে) রিকার্ভ মিশ্র দলগত বিভাগে এলিমিনেশন রাউন্ড বাংলাদেশ শুরু করে তুরস্ককে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে। কিন্তু কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া জুটি ৬-২ সেট পয়েন্টে হেরে যান দক্ষিণ কোরিয়ার কাছে। কোরিয়ার সঙ্গে চার সেটে গড়ানো জমজমাট লড়াইয়ে প্রথম সেট ৩৮-৩৮ ড্র করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে ৩৮-৩৬ ব্যবধানে হারের পর তৃতীয় সেটে ফের ৩৬-৩৬ ড্র করেন রুবেল-দিয়া জুটি। কিন্তু চতুর্থ সেটে আবার হেরে যান ৩৭-৩৫ ব্যবধানে। গত বছর সুইজারল্যান্ডের লুজানে হওয়া আসের এই ইভেন্টে খেলেছিলেন রোমান ও দিয়া জুটি। তাদের হাত ধরে এসেছিল রুপার পদক। রিকার্ভ এককের দুই বিভাগে আরও মলিন বাংলাদেশের আর্চাররা। নারী এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে দারুণ লড়াই করলেও স্পেনের প্রতিযোগীর কাছে ৬-৫ সেট পয়েন্টে হেরে ছিটকে যান দিয়া। পুরুষ এককেও এলিমিনেশন রাউন্ডে ঝরে গেছেন সবাই। রোমান সানা ৬-৪ সেট পয়েন্টে হারেন ভারতের তরুণদীপ রাইয়ের কাছে। রুবেল ৬-২ সেট পয়েন্টে ও আলিফ ৭-১ ব্যবধানে হেরে বিদায় নেন। গত বৃহস্পতিবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে বিবর্ণ পারফরম্যান্সে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ ব্যবধানে হেরেছিল দল।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ