January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 8th, 2021, 2:43 am

গেইলের অবসর নিয়ে রহস্য

অনলাইন ডেস্ক :

মাঠের যে আবহ ছিল, তাতে ধরেই নেওয়া যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। কিন্তু ‘ব্যাটিং দানব’ অবসর নিয়ে রহস্য লুকিয়ে রাখায় তার ক্যারিয়ারকে এখনই শেষ বলা যাচ্ছে না! অন্তত তার মুখের এমন কথার পর, ‘আমি কিন্তু এখনও অবসর ঘোষণা করিনি।’ ব্রাভো অবসরের ঘোষণা দিলেও গেইল কিছুই বলেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ বলে ১৫ রানের ইনিংস খেলে তিনি যেভাবে ফিরছিলেন, তাতে যে কেউই ভাববে, বিদায়ের ক্ষণ বুঝি এসেই গেলো। ফেরার পথে বাউন্ডারিতে সতীর্থদের সামনে দুই হাত মেলে ধরেছিলেন। তখন জেসন হোল্ডার-ব্রাভোদের সঙ্গে আলিঙ্গনের মুহূর্তটা অবসরের ইঙ্গিতবহ ছিল। কিন্তু গেইলের চাওয়া যে ভিন্ন কিছুই, ‘‘অবসর ঘোষণা করিনি। কিন্তু আমাকে যদি ওরা বিদায় দিতেই চায়, তাহলে জ্যামাইকায় ঘরের মাঠে সবার সামনে দিক। তাহলে তখন বলতে পারবো, সবাইকে ধন্যবাদ।’’ অবসর নিয়ে সংশয় রেখে দিলেও গেইল এটা স্বীকার করেছেন, তিনি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলেছেন, ‘আজকে ভীষণ মজা করছিলাম। যা হচ্ছে সেগুলো একপাশে রেখে আমি স্ট্যান্ডে দর্শকদের সাড়া দিচ্ছিলাম। সবকিছু উপভোগ করছিলাম এই ভেবে, এটাই আমার শেষ বিশ্বকাপ ম্যাচ।’ পরে রসিকতা করে বলেছেন, আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছে তার আছে, ‘আমি আরও একবার খেলতে চাই। কিন্তু মনে হয় না ওরা আমাকে তা করতে দেবে।’