January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 18th, 2022, 7:43 pm

গোঁড়ালি ইনজুরির কারণে মার্কো রেয়াসের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক :

জার্মানীর হয়ে আবারো বড় টুর্ণামেন্টে খেলতে না পারার শঙ্কায় পড়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের অধিনায়ক মার্কো রেয়াস। ৩৩ বছর বয়সী রেয়াস শনিবার শালকের বিপক্ষে বুন্দেসলিগায় ডর্টমুন্ডের ম্যাচের প্রথমার্ধে গুরুতর গোঁড়ালির ইনজুরিতে পড়ে স্ট্রেচারের সাহায্যে মাঠ ত্যাগ করেন। শালকের ফ্লোরিয়ান ফ্লিকের সাথে চ্যালেঞ্জে আঘাতপ্রাপ্ত হন রেয়াস। এই চ্যালেঞ্জে ফ্লিকও হাঁটুতে ব্যাথা পেয়েছেন। ডর্টমুন্ড কোচ এডিন টারজিক ম্যাচ শেষে স্কাই টিভিকে জানিয়েছেন আশঙ্কা করা হচ্ছে লিগামেন্ট ইনজুরিতে পড়েছেন রেয়াস। তবে এখনই বলা যাচ্ছেনা কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। জার্মান কোচ হান্সি ফ্লিক হাঙ্গেরি ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন নেশন্স লিগের ম্যাচে রেয়াসকে দলে রেখেছিলেন। বিশ্বকাপ স্কোয়াডে এ্যাটাকিং মিডফিল্ড পজিশনে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রেয়াস। আগামী ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। তিনদিন পর দোহায় জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানী তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপের অপর দুই দল হচ্ছে কোস্টা রিকা ও স্পেন। পুরো ক্যারিয়ার জুড়েই ইনজুরির সাথে লড়াই করছেন রেয়াস। এর আগে অনুশীলন ম্যাচে গোঁড়ালির ইনজুরিতে পড়ে ২০১৪ বিশ্বকাপ খেলা হয়নি। কুঁচকির ইনজুরির কারণে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপেও খেলতে পারেননি। ২০১৮ বিশ্বকাপে ব্যর্থ জার্মান দলে অবশ্য রেয়াস ছিলেন। এরপর পরবর্তী ইউরোপিয়ান চ্যাম্পিয়শীপে তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। জার্মানীর হয়ে এ পর্যন্ত রেয়াস ৪৮ ম্যাচে ১৫ গোল করেছেন।