July 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 16th, 2025, 7:39 pm

গোপালগঞ্জের ঘটনায় খুলনা উত্তপ্ত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে খুলনা। জুলাই আন্দোলনের কেন্দ্রবিন্দু শিববাড়ি মোড়ে জড়ো হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধারা বিকেলে প্রথমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। শিববাড়ি মোড়ে বুধবার(১৬ জুলাই) বিকেলে তাৎক্ষনিক বিক্ষোভ কর্মসূচিতে অংশ

নেন, এস এম আরিফুর রহমান, আহম্মদ হামীম রাহাত, ডা. আব্দুল্লাহ চৌধুরী, সাজিদুল ইসলাম বাপ্পি,ফাহমিদ ইয়াসির, মেনান মুশফিক, ওয়াহিদ অনি, সাইফ নেওয়াজ, তাসনিম আহমেদ, মাহদী হাসান সীন, সানজিদা আক্তার, আলামিন, মাসুদুর রহমান, আব্দুর রহমান,মহররম মাহিম প্রমুখ। অপরদিকে, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক গোপালগঞ্জে যাওয়া জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল সাফিন কালের কণ্ঠকে বলেন, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারিরা সেনাবাহিনীর তৎপরতায় পালিয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতারাও তখন নিরাপদে রয়েছেন।

মাসুম বিল্লাহ ইমরান
খুলনা