গোপালগঞ্জে সড়কের ওপর থাকা স্কেভেটরের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার রাত ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ ঘটনা ঘটে।
নিহতদের একজন বাচ্চু মোল্লা (৫০) খুলনার রূপসা উপজেলার মজিদ মোল্লার ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানান, মহাসড়কের ওপর থাকা স্কেভেটের সাথে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালকসহ দু’জন নিহত এবং ১০ যাত্রী আহত হয়।
তিনি জানান, খবর পেয়ে গোপালগঞ্জের থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী