July 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 16th, 2025, 9:50 pm

গোপালগঞ্জে হামলা, প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা: সৈয়দা রেজওয়ানা

 

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘শহীদ জুলাই দিবস’ এবং আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে নীলফামারীতে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও উপদেষ্টা রিজওয়ানা হাসান।

আলোচনা সভা শেষে বিকেলে একই গাড়িতে করে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তারা সড়ক অবরোধের মুখে পড়েন। এ সময় এসসিপি নেতাকর্মীরা ওই অবরোধ কর্মসূচি পালন করছিলেন।

ওই সময় রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। হামলার ঘটনায় ইতোমধ্যে নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি শুনেছি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সবকিছু ঠিক আছে। কিন্তু যদি আমরা দেখি, প্রশাসন ভুল তথ্য দিয়েছে এবং দায়িত্বহীনতা দেখিয়েছে, তবে অবশ্যই তা খতিয়ে দেখা হবে এবং জানা দরকার কেন এমন গাফিলতি ঘটেছে।

‘আমরা দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার হয়েছিল। আওয়ামী লীগের বিচারের কয়েকটি ধাপের মধ্যে একটি ধাপ ছিল জনগণের প্রত্যাখ্যান—সেটি সম্পন্ন হয়েছে। এখন বিচারিক দিকটি বিচার বিভাগ দেখবে।’

এ উপদেষ্টা বলেন, আমরা যখন দায়িত্ব নেই তখন আমাদের সঙ্গে কোনো প্রশাসনিক সুবিধা বা কাঠামো ছিল না।

এ সময় পাশে থাকা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়ে কেবল মাথা নেড়ে সম্মতি জানান। পরে তারা সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।

এনএনবাংলা/আরএম