July 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 17th, 2025, 6:49 pm

গোপালগঞ্জ ট্রমা এনসিপি’র তরুণ নেতাদের তাড়া করবে: মোস্তফা ফিরোজ

ছবি/ নিউ নেশন অনলাইন

 

জুলাই গণঅভ্যুত্থানের যারা সফল নেতৃত্ব দিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ— গোপালগঞ্জের সহিংস ঘটনা এই তরুণ ছাত্র নেতাদের মনে দাগ কেটে থাকবে। এ ট্রমা থেকে বের হতে তাদের সময় লাগবে।

জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ নিজের ইউটিউব চ্যানেলে এমন মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে তারা যে পরিস্থিতির শিকার হলো, তা হয়তো কল্পনাও করতে পারিনি। এখান থেকে তাদের রাজনৈতিক শিক্ষা নিতে হবে।

এই সাংবাদিকের মতে, গোপালগঞ্জে গিয়ে এনসিপির যে ক্ষতি হলো তা অপূরণীয় এবং বিপজ্জনক। তিনি বলেন, এখন বোঝা গেল যে টোটাল এনসিপিটা অপরিপক্ক তারুণ্যে ভরা, তাদের উদ্দীপনা আছে, উদ্যম আছে কিন্তু আবার অপরিপক্কতাও আছে। রাজনীতি করতে গেলে রাজনীতির মাঠে সেই পরিপক্কতাটা থাকতে হবে।

মোস্তফা ফিরোজ এসময় বিএনপি-জামায়াতের কথা টেনে এনে আর রাজনীতি করতে গেলে পরিপক্কতা আনতে হবে স্মরণ করিয়ে দিয়ে এনসিপিকে উদ্দেশ্য করে বলেন, এনসিপির বিপদের দিনে গোপালগঞ্জে নিশ্চয়ই বিএনপি ছিল বা জামায়াত ছিল কিংবা তাদের সমর্থন করে এমন অন্য রাজনৈতিক শক্তিও ছিল। আমি জামায়াতের কথা বাদ দিলাম, জামায়াত হয়তো তাদের সহযোগী। কিন্তু বিএনপি তো ঝাপায় পড়লো না। বিএনপি ঝাপায় পড়লে তারা রক্ষা পেত কিনা জানি না। কিন্তু অন্তত একটা স্রোত তো হতো। কিন্তু দেখা গেল যে এমনিই একটা অবস্থা ছিল শেষে যে হাসনাতদের পাশে বা নাহিদদের পাশে শুধুই ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফলে রাজনীতি করতে গেলে পরিপক্কতাটা দরকার। এটাও কিন্তু এনসিপিকে সামনে মনে রাখতে হবে।

মোস্তফা ফিরোজ মন্তব্য করেন, হাসিনার এলাকা জানা সত্ত্বেও সেখানে এভাবে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে যাওয়াটা রাজনৈতিক অপরিপক্কতারই বহিঃপ্রকাশ। ওই অঞ্চলটিকে আলাদাভাবে বিশ্লেষণ করা দরকার ছিল। সেটি করা হয়নি—এটাই দুর্বলতা। যদি কন্ট্রোল করা যেত, তাহলে পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবিলা করা যেত।

যে জনবল দিয়ে তারা হামলা করেছে এমন জনবল কি এনসিপির ছিল— প্রশ্ন তুলে ফিরোজ বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপি, এনসিপি, জামায়াতের মধ্যে যেই মতদ্বৈধ চলছিল, সেই জায়গাটা এ ঘটনার ফলে ঐক্যবদ্ধ করে দিল। একযোগে সরকার, বিএনপি, জামায়াত সবাই স্টেটমেন্ট দিয়েছে।

এনএনবাংলা/আরএম