December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 10th, 2023, 8:19 pm

গোবিন্দগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২১

ছবি: সংগৃহীত

গোবিন্দগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম।

স্থানীয়রা জানান, রবিবার গ্রামের যুবকরা মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয় পক্ষই লাঠিসোটা ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নিয়ে আছেন। যেকোনো মুহূর্তে আবারও বড় ধরনের সংঘর্ষের ঘটনার ঘটতে পারে।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, ক্রিকেট খেলার সময় জিরাই পান্তমারী ও গোপালপুর গ্রামবাসীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

তিনি আরও বলেন, সংঘর্ষে ও ইটপাটলের আঘাতে ২১ জন আহত হয়। তারা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।

—-ইউএনবি