জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কোয়েল পাখির খামারি বিলাল উদ্দিন কোয়েল পাখির বর্জ্য ও বিষ্ঠা থেকে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে গ্যাস উৎপাদন ও সেই গ্যাস ব্যবহারের মাধ্যমে প্রতি মাসে ৪০ হাজার টাকা বিদ্যুৎ বিল ও পাঁচটি পরিবারের রান্নার জ্বালানি খরচ সাশ্রয় করেছেন। তিনি তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।বর্তমান ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য।
জানাযায়,২০১৪ সালে খামারি বিলাল উদ্দিন বাড়ির ছাদে বিশাল পরিসরে পরীক্ষামূলকভাবে ২ হাজার কোয়েল পাখি দিয়ে খামার শুরু করেন।বর্তমানে তার খাবারের ৩০ হাজার কোয়েল পাখি রয়েছে।কোয়েল পাখির ডিম থেকে ২০ দিন অন্তর অন্তর ১৫ হাজার বাচ্চা ফুটিয়ে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন।পাখির খাদ্য ও পাঁচজন শ্রমিকের খরচ লাখ টাকা দিয়েও প্রতিমাসে তার চল্লিশ হাজার টাকার মত লাভ হয়ে থাকে।পাশাপাশি তার ছাদ বাগান রয়েছে।যেখানে বিভিন্ন রকমের শীতকালীন সবজি ফলিয়ে বছরের ১২ মাস পারিবারিক খাদ্য চাহিদা মিটিয়ে থাকেন।
সরেজমিনে খামারি বিলাল উদ্দিনের সাথে কথা বলে জানা যায়,পরিবেশ দূষিত খামারের বর্জ্যের দুর্গন্ধে এক সময় ওই এলাকায় টেকা দায় হয়ে গিয়েছিল। এখন সেই বর্জ্যই আর্শীবাদ হয়ে ওঠেছে এলাকাবাসীর জন্য। বর্জ্য থেকে তৈরি হওয়া বায়োগ্যাস বিদ্যুৎ ও জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। পরিবেশবান্ধব ও কম খরচে হওয়ায় দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহৃত বর্জ্যের উচ্ছিষ্ট অংশ ব্যবহার হচ্ছে কৃষি জমির জৈবসার হিসেবে।বর্তমানে তার ট্যাংকিতে দুই টনের মত জৈব সার মজুদ রয়েছে।
বিলাল উদ্দীন বলেন, ‘আমার খামারের বিষ্ঠা ফেলে দিতে হতো। এ দুর্গন্ধ বের হয়ে পরিবেশ দূষিত হচ্ছিল। পরে ২০১৯ সালে একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করি। চার বছর ধরে এখন আর পরিবেশ দূষিত হয় না। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে উৎপাদিত গ্যাস দিয়ে নিজের বাসার ৫ টি পরিবারের রান্নার কাজ চলছে।
কোয়েল পাখির বাচ্চার দুটি গাডারে তাপ দিতে দুই বাল্বের যে বিদ্যুৎ বিল আসতো কোন কোন মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত সেই বিদ্যুৎ বিল এখন আর দেওয়া লাগছে না।ভবিষ্যতে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে আশেপাশের বাসাবাড়িতে গ্যাসের সংযোগ প্রদানের ইচ্ছে আছে।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি