রাজবাড়ীর গোয়ালন্দে মাটিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের নবু ওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের মোকছেদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭)।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে ছোট ভাই সাইফুল ইসলাম সুমন দৌলতদিয়া ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে বড় ভাই মনিরুল ইসলামকে আনতে যায়। বাড়ি ফেরার সময় বড় ভাই মনিরুল ইসলাম মোটরসাইকেল চালাচ্ছিল। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের নবু ওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটির ডাম্পট্রাক ডান দিকের সংযোগ সড়কে নামার জন্য মোড় দিলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বড় ভাইয়ের মৃত্যু হয়।
গুরুতর আহত ছোট ভাই সাইফুল ইসলামকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম আল মামুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বুধবার রাতেই দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল এবং ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। চালক পলাতক আছেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন